উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নামাজ পড়তে গেলে পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান মুসল্লিরা। এ সময় তাঁরা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। এর পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের পরনের প্যান্টে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্র অনুযায়ী লাশটি পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মনহাজিপাড়ার আমির হামজার ছেলে আবু ছৈয়দের (৪৫)।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘উদ্ধারকৃত লাশে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পরও সঠিক কী কারণে আবু ছৈয়দের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...