kalerkantho


১ম ► ক লা ম

শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ডাকে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নোয়াখালী টাউন হল সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রবিবার সকালে ওই কর্মসূচিতে জেলার বিভিন্ন বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষক কর্মচারীরা অবিলম্বে তাঁদের ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আন্দোলনকারীরা বলেন, সরকার এসব দাবি দ্রুত না মানলে তাঁরা কঠোর আন্দোলনে নামবে।

কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যক্ষ প্রবীর নারায়ণ সাহা, শিক্ষক আবুল কালাম আজাদ, মো. আবুল কালাম আজাদ প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন বড়ুয়ার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।মন্তব্য