kalerkantho


সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

নোয়াখালী প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০বর্ণাঢ্য আয়োজনে সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র হজ ফাইনান্সের নির্বাহী লকিয়ত উল্যাহ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান বাহারের সভাপতিত্বে এবং সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মোরশেদ আলম এমপি, এ এইচ এম ইব্রাহিম এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্যা বুলু ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ হানিফ, এস এ টিভির চেয়ারম্যান সালাহউদ্দিন আহম্মেদ, সোনাইমুড়ি অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, শিল্পপতি খন্দকার রুহুল আমিন, লায়ন জুনাব আলী, শামিমা বরকত লাকী প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীসহ অনেকে  গান পরিবেশন করেন।মন্তব্য