kalerkantho


বান্দরবানে পর্যটন বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০বান্দরবানের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটক সেবা সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা সোমবার  কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এতে সভাপতিত্ব করেন।

এতে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডাক্তার অংশ সুই প্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহিদুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সেনা প্রতিনিধি, হোটেল-মোটেল মালিক সমিতি এবং পরিবহন ব্যবসায়ী সমিতিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় পর্যটক হয়রানি এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।মন্তব্য