kalerkantho


উত্তর জেলা বিএনপির সদস্য সচিব হাসানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০উত্তর জেলা বিএনপির সদস্য সচিব হাসানের ইন্তেকাল

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। গত রবিবার গভীর রাতে নগরীর বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জানিয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, ‘সেখানে ভোরের দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।’

সোমবার বেলা ৩টায় তাঁর মরদেহ নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে নেওয়া হয়।

আসরের নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা হয়। এরপর মরদেহ রাউজানে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। পশ্চিম গহিরা বায়তুননূর দারুস সুন্নাহ মাদরাসা ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

কাজী আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ চট্টগ্রাম উত্তর জেলা ও রাউজান উপজেলা বিএনপির নেতারা শোক প্রকাশ করেছেন।মন্তব্য