kalerkantho


দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা

দীঘিনালার দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। ছবি : কালের কণ্ঠ

উপজেলার দুর্গম এলাকায় সেনাবাহিনী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিচ্ছে। সোমবার মেরুং ইউনিয়নের হাজধনমুনিপাড়ায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা হেডম্যানপাড়া এলাকার সুরেলা চাকমা (৭৫) জানান, দীর্ঘদিন যাবত তিনি বাতের ব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কিন্তু টাকা-পয়সা না থাকায় ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ এবং ওষুধ কেনা সম্ভব হয়নি। সেনাবাহিনীর চিকিৎসা ও ওষুধ পেয়ে তিনি অনেক খুশি। একই অভিব্যক্তি জানান, কৃতমর্ম চাকমা (৩২) এবং গিয়াস উদ্দিনসহ (৬৫) অনেকে।

রোগীদের ব্যবস্থাপত্র দেন দীঘিনালা সেনাজোনের চিকিৎসক ক্যাপ্টেন মো. সালমান সাব্বির। তিনি জানান, রোগীদের অধিকাংশ শিশু ও বয়স্ক। যাঁদের বেশির ভাগ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত।মন্তব্য