গতকাল অসুস্থ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন চট্টগ্রাম সমিতি, ওমানের নেতারা।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মো. ইউসুফের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সমিতি, ওমান। চিকিৎসা সহায়তা ছাড়াও পরিবারের সচ্ছলতার জন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনটির নেতারা।
রবিবার রাঙ্গুনিয়ায় তাঁর পরিবারের সদস্যদের কাছে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াছিন চৌধুরী সিআইপি চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় সমিতির অর্থ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সেকান্দর হোসেন, উওর জেলা যুবলীগ নেতা কাজী রাশেদ, মো. লোকমান, লাভু বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, স্বাধীন বাংলাদেশে মো. ইউসুফের মতো একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মারা যাবেন, তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। শুধু চট্টগ্রাম সমিতি নয়, ওমানের ৮ লাখ প্রবাসী বাংলাদেশি তাঁর পাশে থাকবেন।
এ সময় মো, ইউসুফের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...