kalerkantho


অপর্ণাচরণ হাই স্কুলে পুনর্মিলনী উৎসব শুক্র ও শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০প্রতিষ্ঠার ৯০ বছর পর প্রথমবারের মতো প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনীর আয়োজন করেছে চট্টগ্রামের নারী শিক্ষার অগ্রণী বিদ্যাপীঠ অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাক্তন ছাত্রী পরিষদ। আগামী ১২ ও ১৩ জানুয়ারি দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার শোভাযাত্রা নগরীর নন্দনকানন স্কুল চত্বর থেকে শুরু হবে। এটি উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। দ্বিতীয় দিন শনিবার দিনব্যাপী অনুষ্ঠান হবে নগরীর লাভলেনে স্মরণিকা কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান উদ্বোধন করবেন স্কুলের প্রাক্তন ছাত্রী পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. খালেদা হানুম। 

পুনর্মিলনী উপলক্ষে রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে প্রাক্তন ছাত্রী পরিষদের সংবাদ সম্মেলন এসব জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক সাবেক যুগ্মসচিব ড. জয়নাব বেগম। এ সময় উপস্থিত ছিলেন পারভীন মাহমুদ, বাসনা হোড়, অধ্যাপক শুক্লা ইফতেখার, জ্যোত্স্না কায়সার, শুভ্রা বিশ্বাস, ডা. শাহানা পারভীন, অধ্যাপক রীতা দত্ত, সাফিয়া রহমান সাথী, আইভী হাসান, নিলুফার প্রমুখ।

লিখিত বক্তব্যে অধ্যাপক জয়নাব বেগম বলেন, ‘১৯২৭ সালে চট্টগ্রামের শিক্ষানুরাগী মহীয়সী নারী কালীতারা দেবী মাত্র আটজন ছাত্রী নিয়ে নন্দনকানন গোলাপ সিং লেনে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ছাত্রীসংখ্যা বাড়লে বিশিষ্ট শিক্ষাবিদ ও অনারারি ম্যাজিস্ট্রেট অপর্ণা চরণ রায়ের অর্থায়নে বর্তমান স্থানে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।’ মন্তব্য