kalerkantho


সাতকানিয়া বালিকা স্কুলের নতুন কমিটি

সাতকানিয়া প্রতিনিধি   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০
সাতকানিয়া বালিকা স্কুলের নতুন কমিটি

সভাপতি

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান চতুর্থবারের মতো সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচন উপলক্ষে সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ। এতে ডা. আ ম ম মিনহাজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল মন্নান, মো. হানিফ, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, রূপকুমার নন্দী খোকন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নুরুন্নাহার বেগম, শিক্ষক প্রতিনিধি উত্তম কুমার চক্রবর্তী, শিউলি দাশ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি খালেদা বেগম।মন্তব্য