kalerkantho


ফেনী দ্বিতীয় বিভাগ ক্রিকেট

ওয়াপদা স্পোর্টিং ও তৃপ্তির জয়

ফেনী প্রতিনিধি   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ফেনী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডে শনিবার দুটি খেলায় ওয়াপদা স্পোর্টিং ক্লাব এবং তৃপ্তি বিস্কুট প্রা. লি. জয়লাভ করে। ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সকালে বিরূপ আবহাওয়ার কারণে ডাক্তারপাড়া ক্লাব ও ওয়াপদা স্পোর্টিং ক্লাবের মধ্যে ২০ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। ওয়াপদা স্পোর্টিং ক্লাবের কপিল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

অপরদিকে দিনের দ্বিতীয় খেলা

রামপুর সুপার কিংস বনাম তৃপ্তি বিস্কুট প্রা. লি. এর মধ্যে ২২ ওভারে অনুষ্ঠিত  হয়। অনিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সকালের খেলায় অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আমজাদ হোসেন বিপ্লব। বিকেলের খেলায় অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় বিজিবির সহ-অধিনায়ক মেজর মঈন।মন্তব্য