kalerkantho


বান্দরবানে ভান্তের শেষকৃত্য

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০রোয়াংছড়ি উপজেলাধীন নাচালংপাড়া বৌদ্ধ বিহারের প্রয়াত ভান্তে (বৌদ্ধভিক্ষু) উ নাইন্দা সারার শেষকৃত্য আজ শুক্রবার। বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বৌদ্ধ বিহার থেকে মাঠে আনা হলে ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতায় প্রয়াত ভান্তের মঙ্গল কামনায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ নৃত্য পরিবেশন করেন স্থানীয় যুবকরা। বিশিষ্ট সম্মানিত বৌদ্ধ ভিক্ষুর শেষকৃত্য উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে।মন্তব্য