kalerkantho

গফুর হালীর স্মরণানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভাণ্ডারী ও মরমী গানের কিংবদন্তি শিল্পী আবদুল গফুর হালীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি স্মরণানুষ্ঠান ও হালী উৎসবের আয়োজন করে। সম্প্রতি পটিয়া ক্লাবের মুক্তমঞ্চে মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন গফুর হালীর নাতি মঈনুল হক জুয়েল। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, ‘আবদুল গফুর হালী আঞ্চলিক, মাইজভাণ্ডারী ও মরমী সংগীতস্রষ্টা। তিনি শুধু গান ও সুরের সৃষ্টি করেননি, করে গেছেন আধ্যাত্মিক চর্চাও। গুণী এই শিল্পীর সৃষ্টি সবার কাছে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আলিম ও পিপলস ইন্স্যুরেন্স কম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, শাপলা কুঁড়ি পটিয়া উপজেলা সভাপতি আবদুল করিম, মাবিয়া ও সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুনুর রশিদ, অধ্যাপক অজিত মিত্র, প্রভাষক ভগীরথ দাশ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।মন্তব্য