kalerkantho


আফসার খান স্মৃতিবৃত্তি বিতরণ

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০আফসার খান স্মৃতিবৃত্তি বিতরণ

গতকাল শিক্ষার্থীদের হাতে আফসার খান স্মৃতিবৃত্তি বিতরণ করেন অতিথিরা।

নুশিস আয়োজিত মরহুম আফসার খান স্মৃতিবৃত্তি বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার চট্টগ্রাম হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহিদা ইসলাম। সানোয়ারা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান,

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম মোবাশ্বের হোসাইন, শিক্ষানুরাগী, সমাজসেবক মাতব্বর আব্দুল মোমেন, জেলা শিক্ষা অফিসার হোসনে আরা বেগম, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দিন খান এবং মরহুম আফসার খানের মেজ ছেলে মহিউদ্দিন খান। বিজ্ঞপ্তিমন্তব্য