kalerkantho


মধ্যম মাদার্শায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটির নাম তারিক। তার বয়স তিন বছর। সে ওই এলাকার মোজাফফরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার পৌনে ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে কিছুক্ষণ পর ভাসমান অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে রাউজান নোয়াপাড়া পথেরহাটে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।মন্তব্য