kalerkantho


সিআইইউ-এনবিআর ওয়ার্কিং কমিটির সভা

২২ ডিসেম্বর, ২০১৭ ০০:০০চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্ির্সটির (সিআইইউ) ব্যবসায় অনুষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সিআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস্ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কারিকুলাম ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সিআইইউ ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ ও এনবিআরের ডিজি ড. মো. আব্দুর রউফ। চট্টগ্রাম ভ্যাট অফিস কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান ও ডেপুটি কমিশনার মো. বাবুল ইকবাল, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর যুগ্ম কমিশনার সাইফুল আলম ও সহকারী কর কমিশনার মো. ওমর ফারুক, কাস্টমস, ট্যাক্স ও ভ্যাট একাডেমির এডিজি রাশেদুল আলম, লাফার্জ হলসিমের সিএফও ইকবাল চৌধুরী, সিআইইউর ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের ও সহকারী অধ্যাপক ঈমন কল্যাণ চৌধুরী। বিজ্ঞপ্তিমন্তব্য