kalerkantho


১ম ক লা ম

‘৯৯৯’ এর সুফল বন্ধ হল বাল্যবিয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০‘৯৯৯’ এর ফোনে তথ্য পেয়ে বাল্যবিয়ে বন্ধ করল রাঙ্গুনিয়া থানা পুলিশ। উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর ফুইট্ট্যাগোদা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ১৩ বছরের আঁখি আকতারের সঙ্গে একই গ্রামের আবদুল জব্বারের ছেলে মো. আবছারের (২৫) বিয়ে ঠিক করেন অভিভাবকরা। বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, ‘‘বুধবার রাতে ‘৯৯৯’ থেকে একটি ফোন আসে আমার কাছে। তথ্যদাতার কাছ থেকে বাল্যবিয়ের খবর পেয়ে মেয়ের মেহেদি অনুষ্ঠানে ছুটে যাই। মেয়ের অভিভাবককে বুঝিয়ে ওই বিয়ে বন্ধ করতে রাজি করি।’’মন্তব্য