kalerkantho


‘তথ্যপ্রযুক্তি ব্যবহার না করলে আমরা পিছিয়ে পড়ব’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০চট্টগ্রামের উৎপাদনশীলতা, অবকাঠামো এবং লক্ষ্যমাত্রার মধ্যকার ফারাক কমাতে তথ্যপ্রযুক্তি সহায়তা করতে পারে। মঙ্গলবার নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে ‘ডিজিটাল ডেভেলপমেন্ট : রোড টু এমপাওয়ারমেন্ট’ শীর্ষক আলোচনায় বক্তারা এ কথা বলেন। গ্রামীণফোন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বন্দরে কাজের গতি বাড়াতে বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়ার ডিজিটালাইজেশন দাবি করেন। বিএসআরএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির আলিহোসেন বলেন, ‘ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উৎপাদনশীল শিল্পকে অবশ্যই তথ্যপ্রযুক্তির ব্যবহার মেনে নিতে হবে। অন্যথায় আমরা এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় পিছিয়ে পড়ব।’

আরো বক্তব্য দেন কেডিএস স্টিল পরিচালক মুনির এইচ খান, চুয়েটের অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ, গ্রামীণফোনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, টেলিনর হেলথের চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ রহমান প্রমুখ। দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক অনুষ্ঠান সঞ্চালনা করেন। গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস নেহাল আহমেদ স্বাগত বক্তব্য এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন সমাপনী বক্তব্য দেন।মন্তব্য