kalerkantho


শর্শদী ইউনিয়নের উন্নয়নে বরাদ্দ

ফেনী প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০জেলা সদরের শর্শদি ইউনিয়নের উন্নয়নের জন্য বাড়তি আরো এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারী। সম্প্রতি তাঁর বাসভবনে দেখা করতে গেলে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে ওই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞা, ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার আলী হায়দার ও সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সিকদার। বিপুলসংখ্যক এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে যান চেয়ারম্যান জানে আলম। তনি সম্প্রতি ফেনীর তৃতীয় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।মন্তব্য