kalerkantho


চবিতে শিবিরকর্মী সন্দেহে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকর্মী সন্দেহে পারভেজ আলম নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুরে  সমাজবিজ্ঞান অনুষদে এ ঘটনা ঘটে। মারধরের শিকার পারভেজ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

পারভেজ মাস্টার্সের ক্লাস করার জন্য ক্যাস্পাসে আসেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে দেখে শিবিরকর্মী হিসেবে সন্দেহ করেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য সোলেমান সালমান ও আজাদুর রহমান আজাদের নেতৃত্বে কয়েকজন কর্মী পারভেজকে ক্লাসকক্ষে গিয়ে মারধর করেন। পরে বিভাগীয় এক শিক্ষক তাঁকে উদ্ধার করে প্রক্টর অফিসে হস্তান্তর করেন।

ছাত্রলীগ সূত্র জানায়, পারভেজ একটা সময় আলাওল হলের শিবিরকর্মী হিসেবে দাপট খাটাতেন এবং শিবির নেতাকর্মীদের নির্দেশে তাঁদের মতের অনুসারী না হলে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দিতেন। পরে হল ছাত্রলীগের দখলে আসলে তিনি আর হলে থাকেননি। ফলে গতকাল বৃহস্পতিবার তাঁকে টার্গেট করে ছাত্রলীগকর্মীরা মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, ‘পারভেজের শারীরিক অবস্থা খারাপ দেখে পুলিশের সহযোগিতায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে।’মন্তব্য