kalerkantho

নগরীতে দেয়াল ধসে নিহত এক

চকরিয়ায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় দেয়াল ধসে মোহাম্মদ ইসহাক (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ইসহাক সাতকানিয়ার খাগরিয়া মজিদের পাড়ার মৃত ছালেহ আহমদের ছেলে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, ইসহাকসহ একদল কিশোর তরুণ ওই মাঠে ক্রিকেট খেলছিলেন। এক পর্যায়ে তিনি মাঠের পাশের দেয়ালে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে আরও লোক ছিলেন। তখন দেয়ালটি ধসে পড়লে ইসহাক দেয়াল চাপা পড়েন এবং অন্য তিনজন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, ইসহাকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান : সুপারি পাড়তে গাছে উঠে পা পিছলে পড়ে মারা গেছে ১০ বছরের এক শিশু। গতকাল সকালে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার ছলিম উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে পৌরশহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর নাম মো. রাকিবুল হাছান। সে একই ওয়ার্ডের পশ্চিম বাটাখালী গ্রামের ফরিদুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল হাছান  শনিবার সকাল নয়টার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর সিকদার পাড়ার ছলিম উল্লাহর বাড়িতে যায় সুপারি পেড়ে দিতে। এ সময় ওই শিশুকে গাছে উঠতে বারণ করা হলেও সে সুপারি গাছে উঠতে থাকে। গাছের অর্ধেকাংশ উঠার পর হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় রাকিবুল।

চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও সিকদারপাড়ার বাসিন্দা মো. বশিরুল আইয়ুব জানান, শিশুটিকে সুপারি গাছে উঠতে বারণ করলেও তা না মেনে গাছে উঠে যায়। এক পর্যায়ে নিচে পড়ে গিয়ে প্রাণ হারায় রাকিবুল হাছান।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।’মন্তব্য