kalerkantho

অগ্নিসংযোগের প্রতিবাদ

রাঙামাটি প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঠাকুরপাড়া গ্রামের সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের কয়েকেটি সংগঠন।

গতকাল মঙ্গলবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে সনাতন যুব পরিষদ ও জাগো হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

রাঙামাটি শহর সনাতন যুব পরিষদের সভাপতি উজ্জ্বল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে, সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, জেলা সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্র, রাঙামাটি জেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক অজিত শীল, জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি দেবু চক্রবর্তী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন শহর সনাতনী যুব পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজন।

বক্তারা রংপুরের হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।মন্তব্য