kalerkantho


চসিক-জিপিএইচ

বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০২০১৮ সালের মধ্যে চট্টগ্রামকে পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন, বাসোপযোগী নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার নগর ভবনের সম্মেলন কক্ষে শাহ আমানত বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে বোট ক্লাব পর্যন্ত ২ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত মিডআইল্যান্ড বিউটিফিকেশনের লক্ষ্যে এ চুক্তি হয়েছে। এ কাজে সহযোগিতা করছে আর্কিটেকচারাল ডিজাইনিং প্রতিষ্ঠান পিটুপি ৩৬০। চসিকের পক্ষে মেয়র ও জিপিএইচের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চুক্তিতে সই করেন। উপস্থিত ছিলেন জিপিএইচের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন, জিপিএইচের মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমান প্রমুখ।মন্তব্য