kalerkantho

বিশ্ব রেডিওলজি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ নভেম্বর, ২০১৭ ০০:০০বিশ্ব রেডিওলজি দিবস পালন

চট্টগ্রামে বিশ্ব রেডিওলজি দিবসে বর্ণাঢ্য র‌্যালি।

বিশ্ব রেডিওগ্রাফি ডে উপলক্ষে বন্দরনগর চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দীন। অনুষ্ঠানে চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সুভাষ মজুমদারের পরিচালনায় বিভিন্ন চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবে অদক্ষ টেকনিশিয়ান দ্বারা এক্সরে ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়, যার কারণে সঠিক রোগ নির্ণয় বাধাগ্রস্ত হচ্ছে। অভিজ্ঞ মেডিক্যাল টেকনোলজিস্ট দ্বারা উক্ত পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য ব্যাপক আলোচনা হয়। আলোচনা সভায় মেডিক্যাল টেকনোলজিস্টদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য চট্টগ্রাম রিজিয়নে বিএসসি-ইন-রেডিওলজি অ্যান্ড ইমেজিং চালুকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।মন্তব্য