kalerkantho


ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘাটতি বাজেট

ইবি প্রতিনিধি   

১১ জুন, ২০১৮ ০০:০০ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৬৭ কোটি টাকার ঘাটতি রেখে আগামী অর্থবছরের বাজেট পাস করেছে প্রশাসন। গতকাল রবিবার ২০১৭-১৮ অর্থবছরের রিভিউ ও ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস করা হয়। কোষাধ্যক্ষ অফিস সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ২০২ কোটি ৪৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও ব্যয়ের খাত বিবেচনা করে এবার ১৩৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ইউজিসি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১২ কোটি ৫০ লাখ টাকা। মোট বাজেটের পরিমাণ ১৩৬ কোটি ৫০ লাখ টাকা।

গত অর্থবছরে নিজস্ব ১০ কোটি আয়সহ মোট বাজেট ছিল ১১৪ কোটি দুই লাখ টাকা। একই সঙ্গে গত অর্থবছরের রিভাইজ বাজেটে অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ইউজিসি। এ ব্যাপারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘আশা করছি আমরা দ্রুত ঘাটতি কাটিয়ে উঠব।’মন্তব্য