kalerkantho


সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি   

১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা এবং তাঁদের পরিবার সুরক্ষা আইনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। গতকাল রবিবার সকালে শহরতলির শহীদ স ম আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারফ হোসেন মশু, প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার হাসানুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসচিব লায়লা পারভীন সেঁজুতি, গোলাম ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ।

তাঁদের দাবিগুলো হলো মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস, কোটা সংস্কার আন্দোলনের নামে যারা ঢাবি ভিসির বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে তাদের আইনের আওতায় আনা, পৃথক পরীক্ষার মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির ব্যবস্থা করা, স্বাধীনতাবিরোধী ও রাজাকার পরিবার সদস্যদের সরকারি সব সুযোগ-সুবিধায় অযোগ্য ঘোষণা করা, পিছিয়ে পড়া এলাকা ও নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক নিয়োগ পরীক্ষা গ্রহণ।

 

 মন্তব্য