kalerkantho


কোটা প্রথা সংস্কার দাবিতে ইবিতে অবস্থান ধর্মঘট

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৫ মার্চ, ২০১৮ ০০:০০কোটা প্রথা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবার অবস্থান ধর্মঘট পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে পাঁচ দফা দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে তারা।

এ সময় ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘বৈষম্যের জাল ছিঁড়তে হলে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে’, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড আর মেধা জাতির মানদণ্ড’, ‘হয় কোটা ব্যবস্থার সংস্কার কর নতুবা আমাকে গুলি কর’ এমন স্লোগান সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পাঁচটি দাবি হলো কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশ করতে হবে, যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার নয়, কোটা কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।মন্তব্য