kalerkantho


রিংটোন শুনে ভয়ে কাঁপছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

৫ মার্চ, ২০১৮ ০০:০০নামযজ্ঞ অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। এর পর থেকে ষষ্ঠ শ্রেণির মেয়েটি অজানা কারো কণ্ঠ বা মোবাইল ফোনের রিংটোন শুনে ভয়ে কেঁপে উঠছে। গত শনিবার তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রামপাল উপজেলার মেয়েটি দাকোপ উপজেলায় মামাবাড়িতে বেড়াতে আসে। স্বজনদের সঙ্গে সে শুক্রবার রাতে নামযজ্ঞ অনুষ্ঠানে যায়। ওই গ্রামের কয়েক যুবক তাকে অনুষ্ঠান থেকে তুলে নিয়ে যৌন নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে শনিবার সকালে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে মেয়েটির সঙ্গে থাকা তার মা মোবাইল ফোনে বলেন, ‘নির্যাতনে মেয়ে রক্তাক্ত হয়েছে। বর্তমানে কিছুটা সুস্থ হলেও তার মধ্যে ভীতি-আতঙ্ক দেখা দিয়েছে। কারো সঙ্গে কথা বলতে চাইছে না। অপরিচিত মানুষ দেখলে ভীতির চোখে দেখছে। ফোনের শব্দেও (রিংটোন) কেঁপে উঠছে। আমাদের কারো সঙ্গে ঠিকমতো কথা বলতে চাইছে না।’মন্তব্য