kalerkantho

১ম ক লা ম

পিঠা উৎসব

ইবি প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০‘বাঙালিয়ানায় সাজব সাজ, পিঠা উৎসবে মাতব আজ’—এ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা জিমনেসিয়ামের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করে। উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী পুলিপিঠা, পাটিসাপটা, জামাই পিঠা, বেণিপিঠা, পাকান পিঠা, ভাপাপিঠা, কমলা সুন্দরী, তালের বড়া, নকঁশী পিঠা, সেমাই পুলি, রসপিঠা, সবজি পাকান, ছিটা রুটি, শামুক পিঠা, ডিমপিঠাসহ ২৩ রকমের পিঠার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে এ বছর এখনো শতীকালীন ছুটি হয়নি। ফলে অধিকাংশ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে পিঠা খাওয়াও হয়নি। সেই দুঃখ ঘোচাতেই একটু আনন্দ দেওয়ার চেষ্টা। সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারি। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সঞ্চালনায় এবং বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেলিনা নাসরিনের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শেখ শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।মন্তব্য