kalerkantho


অস্ত্র-গুলি জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০বেনাপোল থানার দৌলতপুর সীমান্ত থেকে গত শনিবার রাতে পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করেছেন বিজিবি সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেননি। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য কে বা কারা অস্ত্র-গুলি সংগ্রহ করে রেখেছে—এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।মন্তব্য