kalerkantho

নতুন অ্যালবাম

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নতুন অ্যালবাম

জীবনের সবচেয়ে বেশি সময় ওয়াহিদুল হকের কাছে রবীন্দ্রসংগীত শিখেছেন আঁখি বৈদ্য। এবার তিনি নিয়ে এসেছেন রবীন্দ্রনাথের অ্যালবাম ‘সে আমার গোপন কথা’। গান রয়েছে ১০টি। শিরোনাম ‘তুমি কোন ভাঙনের পথে এলে’, ‘সে আমার গোপন কথা’, ‘এ পথে আমি যে গেছি বার বার’, ‘কেন তোমরা আমায় ডাকো’, ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’, ‘সেই ভালো সেই ভালো’, ‘তোরা যে যা বলিস ভাই’, ‘কাহার গলায় পরাবি গানের রতন হার’, ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায়’ ও ‘চোখের আলোয় দেখেছিলাম’। সংগীতায়োজনে দূর্বাদল চট্টোপাধ্যায়। প্রকাশ করেছে লেজার ভিশন।মন্তব্য