kalerkantho

নতুন অ্যালবাম

৩০ আগস্ট, ২০১৮ ০০:০০নতুন অ্যালবাম

মাসুদা আনাম কল্পনার নজরুলসংগীত দশম খণ্ড ‘আমার হূদয় শামাদানে’। গান রয়েছে ১০টি। শিরোনাম ‘আমার হূদয় শামাদানে’, ‘অগ্নিগিরি ঘুমন্ত উঠিল জাগিয়া’, ‘আজকে গানের বান এসেছে আমার মনে’, ‘ভবানী শিবানী দশপ্রহরণ ধারিইী’, ‘বেলা পড়ে এলো জলকে সই চল চল’, ‘অঝোর ধারায় বর্ষা ঝরে’, ‘কে ডাকিলে আমারে আঁখি তুলে’, ‘এলো ঐ বনান্তে পাগল বসন্ত’, ‘রিমঝিম রিমঝিম বর্ষা এলো’ ও ‘সদা মন চাহে মদিনা যাব’। সংগীতায়োজনে সিতাংশু মজুমদার। প্রকাশ করেছে অরুণরঞ্জনী।

 মন্তব্য