kalerkantho

স্টার অব দ্য উইক

জয়া আহসান

১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০স্টার অব দ্য উইক

সৃজিত মুখার্জির তিন নম্বর ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। এমন খবর জয়ার জন্য নতুন কিছু নয়। উত্তম কুমার-সুপ্রিয়া দেবী জুটির ‘চৌরঙ্গী’র রিমেক সৃজিতের নতুন ছবিটি। এতে সুপ্রিয়া অভিনীত করবী গুহ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান, জয়ার অর্জন এখানেই। কিংবদন্তি সুপ্রিয়ার জীবনাবসানের চার দিনের মাথায় এই ছবির ঘোষণা এলো। স্বভাবতই ভীষণ খুশি ‘বিসর্জন’ অভিনেত্রী।মন্তব্য