kalerkantho


স্টার অব দ্য উইক । শশী কাপুর

৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০স্টার অব দ্য উইক ।  শশী কাপুর

সোমবার পরপারে পাড়ি জমালেন এই বলিউড কিংবদন্তি। দীর্ঘদিন ধরে বক্ষব্যাধিতে ভুগছিলেন। রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে নেওয়া হলে পরদিন তিনি মারা যান। ভারতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ১৭৫টির বেশি ছবির এই অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর। ‘দিওয়ার’, ‘কাভি কাভি’, ‘দূরদেশ’, ‘কলিযুগ’, ‘জুনুন’ শশী অভিনীত উল্লেখযোগ্য ছবি।মন্তব্য