‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৬’ প্রতিযোগিতার সেরা দশ প্রতিযোগী সালমা, মুহিন, নিশিতা, রন্টি, কিশোর, পলাশ, পুতুল, সাব্বির, বাঁধন ও পুলক। এই প্রতিযোগিতার মাধ্যমেই তাঁদের বন্ধুত্ব। গত ২৯ ডিসেম্বর তাঁদের সেই বন্ধুত্ব এবং সংগীতাঙ্গনে পদার্পণের এক যুগ পূর্ণ হয়েছে। সে সময় সবাই মিলে একটি অনুষ্ঠান ও অ্যালবাম প্রকাশ করতে চাইলেও নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে গতকাল ঢাকার একটি হোটেলে ‘এক সাথে এক যুগ’ শিরোনামের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানে সংগীতজীবনের নানা স্মৃতি ও গল্প রোমন্থনের পাশাপাশি ‘ভালোবাসার এক যুগ’ শিরোনামে একটি মিক্সড অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তাঁরা। এতে ১০ শিল্পীর প্রত্যেকের একটি মৌলিক গান রয়েছে। পাশাপাশি সবাই একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ শিরোনামের একটি দেশাত্মবোধক গানে। সব গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মুহিন। সংগীতায়োজনে বিনোদ রায়, মুহিন ও সাব্বির। মুহিন বলেন ‘এক রিয়ালিটি শো থেকেই আমরা এসেছি। এখনো সবাই একসঙ্গে আছি। সেই বন্ধুত্বের জায়গা থেকেই অ্যালবামটি করেছি। এটাকে বলা যায় আমাদের সবার প্রতি সবার ভালোবাসার স্মারক।’
অ্যালবামটি প্রকাশিত হয়েছে ১০ শিল্পীর প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...