সর্বোচ্চ সাত পুরস্কার পাওয়া ‘দ্য ফেভারিট’-এর পরিচালক-প্রযোজকরা
৭২তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে [বাফটা] পেয়েছিল সর্বোচ্চ ১২ মনোনয়ন। রবিবার রাতে লন্ডনে বাফটার আসর নিরাশ করেনি, সর্বোচ্চ সাত পুরস্কার পেয়েছে ইওর্গেস লানতিমোসের ‘দ্য ফেভারিট’। যার মধ্যে আছে সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রীর মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। এ ছাড়া ‘আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম’ও হয়েছে অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি। এ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান। ৪৫ বছর বয়সী কোলম্যান ছবিতে করেছেন রানি অ্যানের চরিত্র। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র সারা চার্চিল করেছেন র্যাচেল ভাইভস। তিনি জিতেছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
গেলবার অস্কার জিতে ইতিহাস তৈরি করা মাহেরশালা আলী ‘গ্রিন বুকস’-এর জন্য হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা।
ব্রিটিশ রক ব্যান্ড ‘কুইন’-এর গায়ক ফ্রেডি মার্কারির জীবন নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ গেল বছরের আরেক আলোচিত ছবি। এখানে ফ্রেডির চরিত্র করে আগে গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছিলেন রামি মালিক। এবার বাফটাতেও সেরা হলেন তিনি। এ ছাড়া বাফটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের দুটি ‘সেরা ছবি’ ও ‘সেরা পরিচালক’ গেছে মেক্সিকোর ঘরে। বহুল আলোচিত ‘রোমা’ হয়েছে সেরা ছবি। এ ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন আলফনসো কুয়ারন। ছবির চিত্রগ্রাহকের দায়িত্বও পালন করেছেন কুয়ারন নিজে। এ জন্য তিনি সেরা চিত্রগ্রাহকের পুরস্কারও পেয়েছেন। এগুলো ছাড়াও বিদেশি ভাষার সেরা ছবিও হয়েছে ‘রোমা’।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...