kalerkantho


বাংলাদেশে প্রথম

‘রকস্ট্রাটা’র লাইভ কনসার্ট ডিভিডি

রিদওয়ান আক্রাম   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০‘রকস্ট্রাটা’র লাইভ কনসার্ট ডিভিডি

১৯৯২ সালে প্রকাশিত হয়েছিল দেশের প্রথম মেটাল ব্যান্ড ‘রকস্ট্রাটা’র প্রথম অ্যালবাম। আর ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের দ্বিতীয় অ্যালবাম ‘নতুন স্বাদের খোঁজে’। সেটি প্রকাশের এক বছর পর ২০১৫ সালের ৯ জানুয়ারি ‘ওয়ান লাস্ট লাইভ’ শিরোনামে কনসার্ট করে ‘রকস্ট্রাটা’। সেই শোতে যেসব ভক্ত উপস্থিত হতে পারেনি তাদের কথা চিন্তা করেই তারা প্রকাশ করতে যাচ্ছে লাইভ কনসার্টটির একটি ডিভিডি। বাইরে এই ধরনটা দারুণ জনপ্রিয় হলেও বাংলাদেশের ব্যান্ড ইতিহাসে এই প্রথম লাইভ কনসার্টের ডিভিডি প্রকাশ করতে যাচ্ছে কোনো ব্যান্ড। একই সঙ্গে প্রকাশ করা হবে ‘রকস্ট্রাটা’র দুটি লাইভ অডিও অ্যালবামও। মুক্তির দিন ডিভিডিটি বড় পর্দায় প্রদর্শনও করা হবে।

২৯ সেপ্টেম্বর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের চতুর্থ হলে শোটি উপভোগ করতে পারবেন আমন্ত্রিত ৩০০ দর্শক।

গীতাঞ্জলির বসুন্ধরা সিটি এবং এলিফ্যান্ট রোডের শোরুম থেকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সংগ্রহ করা যাবে। আমন্ত্রণপত্রের সঙ্গে পাওয়া যাবে একটি ডিভিডি, দুটি লাইভ অ্যালবাম, টি-শার্ট, ব্যাজ ও স্টিকার। কনসার্টটি কেন বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে—এর উত্তরে ‘রকস্ট্রাটা’ ব্যান্ডের বেইসবাদক আরশাদ আমিন বলেন, “ডিভিডির ভিডিও মানের চেয়ে অনেক বেশি রেজল্যুশনে কনসার্টটি দেখা যাবে সিনেপ্লেক্সে। শব্দের মানও থাকবে খুব ভালো। এ ধরনের অভিজ্ঞতা খুব কমই পাওয়া যায়। সেই সুযোগ করে দিতেই এ আয়োজন। কনসার্টের উচ্চমানের ভিডিও ও সাউন্ড

ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অডিওর মাস্টারিং করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। ডিভিডি প্রিন্ট করা হয়েছে ভারতের মুম্বাই থেকে। সব কিছু মিলিয়ে বেশ দেরি হয়েছে এই ডিভিডি আর অডিও অ্যালবামগুলো প্রকাশ করতে।’

‘রকস্ট্রাটা’র তিন সদস্য মইনুল ইসলাম, ইমরান হোসেইন ও মাহবুবুর রশীদ দেশের বাইরে থাকায় এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

 

 

 মন্তব্য