kalerkantho


এবার কঙ্গনা ভার্সেস সনু

রংবেরং ডেস্ক   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০এবার কঙ্গনা ভার্সেস সনু

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত মানেই যেন বিতর্ক। এবার ঝামেলা অভিনেতা সনু সুদের সঙ্গে। তাঁরা দুজনেই একসঙ্গে কাজ করছেন ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে। কিন্তু হঠাৎই কয়েক দিন আগে কঙ্গনা অভিযোগ করে বসেন, সনু ছবিতে কাজ করতে চাচ্ছেন না। ঘটনা হলো ‘মণিকর্ণিকা’র পরিচালক কৃষ দক্ষিণী অভিনেতা এনটিআরের বায়োপিক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন। ছবির বাকি অংশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কঙ্গনা। সমস্যা এখানেই। ‘কুইন’ অভিনেত্রীর মতে সনু নারী পরিচালকের সঙ্গে কাজ করতে চাইছেন না! “গেল বছর শুটের পর ওর সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি। ও ‘সিম্বা’ নিয়ে ব্যস্ত। ফলে আমার সঙ্গে দেখা করতে চায়নি। ও নাকি নারী পরিচালকের সঙ্গে কাজ করতে চায় না। পুরো ব্যাপারটা আমার হাস্যকর লেগেছে,” এক বিবৃতিতে বলেন কঙ্গনা। আগে শোনা গিয়েছিল মূলত সনুর দৃশ্যগুলো ফের শুট করতে চাওয়ায় ঝামেলা হয়েছে। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘এই ছবির জন্য চার মাস ধরে বডি বানিয়েছে সনু। ও নিজেই কয়েকটি কুস্তির দৃশ্য লিখেছিল যা স্ক্রিপ্টে ছিল না, সেগুলোর শুটিংও হয়েছিল। পরে তা বাদ দেওয়া হয়। সেগুলো আবার শুট করা দরকার ছিল, কারণ আগের দৃশ্যগুলোতে সনুর চুলে যে জেল দেওয়া হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কোন অভিনেতা পিরিয়ড ছবিতে জেল দিয়ে চুল স্পাইক করেন?’ কঙ্গনার অভিযোগের এক দিন পর এ নিয়ে মুখ খুলেছেন সনু, ‘সে সব কিছুর মধ্যেই নারী বিষয়টা টেনে এনে ঝামেলা তৈরি করে। এখানে নারী বা পুরুষ কোনো সমস্যা না, সমস্যা যোগ্যতা। নারী পরিচালকদের সঙ্গে কাজ করব না এটা হাস্যকর কথা। কারণ আগে আমি ফারহা খানের সঙ্গে কাজ করেছি [হ্যাপি নিউ ইয়ার]। যোগ্যতাই হলো আসল কথা।’

ছবির প্রযোজক কমল জৈন সনুর কাজ ছাড়ার কারণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও জানিয়েছেন সমঝোতার ভিত্তিতেই সে কাজ ছেড়েছে।

 মন্তব্য