kalerkantho

টিভি হাইলাইটস

১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০টিভি হাইলাইটস

শাহজাহান মুন্সী

প্রবাসে বাংলার মুখ

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসে থাকেন। তাঁদের কষ্টার্জিত টাকায় পরিবারের মুখে হাসি ফোটে, দেশে উন্নয়নের চাকা ঘোরে। কিন্তু প্রবাসে কেমন আছেন তাঁরা? কিভাবে সময় কাটে সেখানকার নিঃসঙ্গ জীবনে। সেসব নিয়ে এটিএন বাংলার অনুষ্ঠান ‘প্রবাসে বাংলার মুখ’। উপস্থাপনায় এ্যানি খান।

দেখা যাবে রাত ১টা ৩৫ মিনিটে।

 

ফোক ফেস্ট ২০১৭

মাছরাঙা টেলিভিশনে রাত ৯টায় পুনঃপ্রচারিত হবে ২০১৭ সালে অনুষ্ঠিত ‘মেরিল ফোক ফেস্ট’। আজ দেখা যাবে শাহজাহান মুন্সী ও শাহনাজ বেলী [বাংলাদেশ], তিনারিওয়েন [মালি], বাসুদেব দাস বাউল, পাপন [ভারত], মিকেল হেমিন্তি ওইয়েন্থার [ডেনমার্ক], কুটুম্বা [নেপাল] ও মোরিসি টিযুম্বা অ্যান্ড সেক্সটেটর [ব্রাজিল] পরিবেশনা।

 

ওয়েদার ওয়ার্ল্ড: হুইস্কি অ্যান্ড ওয়াইন

পৃথিবীর উত্তাপ বৃদ্ধি অন্যান্য কিছুর মতো পানীয় তৈরিতেও বেশ প্রভাব ফেলছে। সেই প্রভাব দেখতে নিক মিলার ও সারাহ লুকাস হাজির হয়েছেন স্কটল্যান্ডে। সেখানকার হুইস্কি ও ওয়াইন শিল্পে জড়িতদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। দেখা যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

নিউ গার্ল

প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ির পর আলাদা অ্যাপার্টমেন্টে ওঠে স্কুল শিক্ষিকা জেসিকা। প্রচলিত রীতির বাইরে গিয়ে তিন পুরুষ বন্ধুর সঙ্গে থাকতে শুরু করে। স্বাভাবিক জীবনে ফিরতে সেই বন্ধুরা জেসিকাকে সহযোগিতা করতে থাকে। টিভি ধারাবাহিকটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে, স্টার ওয়ার্ল্ডে।মন্তব্য