kalerkantho


তারকাদের আইডি হ্যাক্‌ড

রংবেরং প্রতিবেদক   

১২ জুলাই, ২০১৮ ০০:০০৯ জুলাই হ্যাক্ড হয় নায়ক সিয়ামের ফেসবুক আইডি। ঠিক ৯ ঘণ্টা পর হ্যাকাররা সিয়ামের আইডি ফেরত দেয়। শুধু তা-ই নয়, সিয়ামকে জানিয়ে দেয়, তাঁর আইডি নিরাপদ ছিল না। দেশের বাইরে থেকে কেউ আইডিটা হ্যাক করতে চেয়েছিল। সেই হ্যাকারদের ঠেকাতেই নিজেদের দখলে নেয় আইডিটা। ঠিক একই ঘটনা ঘটেছে আরিফিন শুভর ক্ষেত্রেও। ১০ জুলাই সন্ধ্যার পর থেকে শুভ তাঁর আইডিতে ঢুকতে পারছিলেন না। পরে জানতে পারেন, আইডিটা হ্যাক্ড হয়েছে। ‘ওল্ড ম্যাক্সটান’ নামের হ্যাকারদল তাঁর আইডিতে একটি পোস্টও করে। সেখানে লেখে, ‘সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য শুভর আইডি হ্যাক করা হয়েছে। তাঁর আইডি ইনসিকিউরড থাকায় আমরা যোগাযোগের চেষ্টা করেছি। লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এই স্টেপ নিয়েছি।’ এ বিষয়ে শুভর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আইডি এখন আমার নিয়ন্ত্রণে নেই। ভক্তদের বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না।’ খোঁজ নিয়ে জানা যায়, এর আগে বুবলি, মিনার, মিথিলাসহ বেশ কয়েকজন তারকার আইডি হ্যাক করেছে এই হ্যাকারদল। তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘এই জায়গায় অন্য দেশের হ্যাকাররা হ্যাক করলে কী করতেন! আমরা শুধু দেশের সবার সিকিউরিটি নিশ্চিত করার জন্যই এ উদ্যোগ নিয়েছি, যা পেজে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। সবার কাছে অনুরোধ, সতর্ক থাকুন। প্রয়োজনে পাশে আছি।’মন্তব্য