kalerkantho

টিভি হাইলাইটস

১২ জুলাই, ২০১৮ ০০:০০টিভি হাইলাইটস

অপেক্ষার শেষ সময়

চায়ের আড্ডা

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে রয়েছে টক শো ‘চায়ের আড্ডা’। আজকের অতিথি কণ্ঠশিল্পী কনা। দর্শকদের তিনি জানাবেন নিজের নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

অপেক্ষার শেষ সময়

রাত ৮টায় আরটিভিতে রয়েছে খণ্ডনাটক ‘অপেক্ষার শেষ সময়’। ইফতেখারুল ইসলাম জনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, প্রসূন আজাদ, মম শিউলি প্রমুখ।

ব্যাটল অব দ্য মিউজিয়ামস

এই সময়ে সাংস্কৃতিক মর্যাদার প্রতিরূপ হয়ে উঠেছে জাদুঘরগুলো। উপসাগরীয় রাষ্ট্রগুলো এখন তাদের জাদুঘরের সংগ্রহশালা বৃদ্ধিতে ব্যাপক টাকা-পয়সা খরচ করছে। বিখ্যাত ফরাসি স্থপতি জঁ নুভেলের ডিজাইন করা বেশ কয়েকটি জাদুঘরই এখন দেখা যাচ্ছে এসব রাষ্ট্রে। প্রামাণ্যচিত্রটি দেখা যাবে দুপুর ১২টা ২ মিনিটে, ডয়চে ভেলেতে।

ফ্যামিলি ফুড ফাইট

এই কুকিং শোর পুরস্কারের অর্থমূল্য নেহাত কম নয়, এক লাখ ডলার। ফলে সেটা জেতার জন্য প্রতিযোগীদের চেষ্টা চোখে পড়ার মতোই। এতে অংশগ্রহণকারী এক পরিবারের সদস্যরা লড়াই করে আরেকটি পরিবারের সদস্যদের সঙ্গে। এই রিয়ালিটি শোটি দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।

 

 মন্তব্য