kalerkantho


এর শর্ত ওর বার্তা

রংবেরং ডেস্ক   

১২ জুলাই, ২০১৮ ০০:০০এর শর্ত ওর বার্তা

সেলেনা গোমেজ

খোঁচা খোঁচা দাড়ির সঙ্গে হালকা গোঁফ আর ছোট করে ছাঁটা চুল যেন সমার্থক হয়ে গিয়েছিল জাস্টিন বিবারের সঙ্গে। এসবেরই বদল হলো হেইলি বল্ডউইন জীবনে আসার পর। হঠাৎ বিবারকে পাওয়া গেল ক্লিন শেভড অবস্থায়, চুলটাও বেশ বড়। কাজটা যে প্রেমিকার জন্য করেছেন বিবার সেটা জানা গেল দুজনের বাগ্দানের পর। হেইলি জানিয়েছেন, বর যদি ক্লিন শেভড না হয় তাহলে নাকি তিনি বিয়েই করবেন না! বাগ্দানের পর বিবারকে উদ্দেশ করে এক বন্ধু টুইট করেছিলেন, ‘বিয়ের আগেই গোঁফটা ফিরে আসুক।’ সেটা দেখে হেইলি লিখেছেন, ‘কখখনো না। এসব বাজে উপদেশ দেওয়া বন্ধ করো।’ প্রেমিকার গোঁফভীতি নিয়ে বিবার অবশ্য এখনো কিছু বলেননি।

হেইলি বল্ডউইন

শোনা গিয়েছিল, সাবেক প্রেমিকের বাগ্দানের খবরে সেলেনা গোমেজের ভীষণ মন খারাপ। মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেটার জবাব দিতেই কিনা বিশেষ এক টি-শার্ট পরে হাজির হলেন গায়িকা, যাতে লেখা, ‘ওনলি স্ট্রং সারভাইভ’। তবে এই পোশাকে নিউ ইয়র্কে ক্যামেরাবন্দি হওয়ার সময় অবশ্য হাসিই ছিল সেলেনার মুখে।

 মন্তব্য