kalerkantho


তাঁদের কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে’

রংবেরং প্রতিবেদক   

১৪ জুন, ২০১৮ ০০:০০তাঁদের কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে’

ঈদ সামনে রেখে নজরুলের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি গাওয়া হচ্ছে নানা অনুষ্ঠানে। একেকজন একেকভাবে করছেন গানটির সংগীতায়োজন। এবার এই দলে যোগ দিলেন ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। তাঁর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তপন মাহমুদ, সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী এবং কয়েকজন তরুণ রবীন্দ্রসংগীত শিল্পী। গত ১১ জুন রাতে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। পরদিন হয় ভিডিওর শুটিং। ঈদের চাঁদ ওঠার পর থেকেই চ্যানেল আইতে গানটির ভিডিও প্রচার শুরু হবে।

আইয়ুব বাচ্চু বলেন, ‘নজরুলের এই গানের সুর শাশ্বত। রমজানের ঈদ এলেই গানটির কথা-সুর মনের মধ্যে বাজতে থাকে। চ্যানেল আই এর আগেও কয়েকবার গানটির সংগীতায়োজন করার প্রস্তাব দিয়েছে। এবার কাজটি করতে পেরে ভালো লাগছে। নজরুলের গান হলেও এতে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পীরা। বিষয়টি নিশ্চয়ই শ্রোতারা এনজয় করবেন।’মন্তব্য