kalerkantho

ফুটপাতে সারা

১৪ জুন, ২০১৮ ০০:০০ফুটপাতে সারা

রোহিত শেঠির ‘সিম্বা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। ভারতের হায়দরাবাদে চলছে টানা শুটিং। সামান্য বিরতি পেয়ে মা অমৃতা সিংকে নিয়ে সারা বেরিয়ে পড়েন কেনাকাটা করতে। হায়দরাবাদের লাড বাজারের ফুটপাতের একটি দোকান থেকে চুলের ব্যান্ড ও মালা কেনার সময়কার কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছবিগুলো এখন রীতিমতো ভাইরাল। করণ জোহর প্রযোজিত ‘সিম্বা’য় সারার সহশিল্পী রণবীর সিং। এর মধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছে ধর্ম প্রডাকশন।

 মন্তব্য