kalerkantho


প্যারিসের বিয়ে টিভিতে

রংবেরং ডেস্ক   

১৩ জুন, ২০১৮ ০০:০০একাধারে উদ্যোক্তা, টিভি ব্যক্তিত্ব, গায়িকা ও সুপার মডেল প্যারিস হিলটনের খ্যাতি দুনিয়াজুড়ে। আর এমন তারকার বিয়ে যদি লাইভ দেখানো যায় তাহলে বর্তে যাবে যেকোনো টিভি স্টেশন। এবার তাই বধূবেশেই টিভিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন হিলটন।

ই-নিউজকে স্বর্ণকেশী এই তারকা আরো বলেন, ‘অনেক টিভি নেটওয়ার্ক থেকে কল পাচ্ছি। তাই সেটা প্রচারিত হলেও হতে পারে।’ নিজের বিয়ে নিয়ে এমনিতে খুব একটা মুখ খুলছেন না প্যারিস। তবে এটা জানালেন, বিয়ের অনুষ্ঠান ছোট আয়োজনে সীমাবদ্ধ রাখতে চান। অনুষ্ঠানের চেয়ে আপাতত সংসারী হতে উন্মুখ ৩৭ বছর বয়সী এই তারকা। বললেন, ‘আমার বোন নিকির ছেলেমেয়ের জন্য কয়েকজন কাজিন তো চাই! বাচ্চাকাচ্চার জন্য আমার আর তর সইছে না।’ অর্থাৎ সংসার পাতার জন্যই ব্যতিব্যস্ত হিলটন। ‘লেফটওভার’ খ্যাত ৩৩ বছর বয়সী আমেরিকান অভিনেতা ক্রিস জিলকার সঙ্গে ২০১৬ সাল থেকে বাঁধনে আটকা পড়েন। এরপর আর গোলযোগ বাধেনি। প্রেমে এতই মজে আছেন যে মিডিয়ায় প্রায়ই ক্রিসকে নিজের ‘ত্রাণকর্তা’ হিসেবে তুলে ধরেন প্যারিস।মন্তব্য