ডুগডুগি
ডুগডুগি
এনটিভিতে রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। রচনা ও পরিচালনায় মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, প্রাণ রায়, শাহনাজ খুশী, মিশু সাব্বির, আব্দুলাহ রানা, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহিরন, আহসান কবীর, সাজ্জাদ রেজা, বিথী রানী সরকার, আল আমীন সবুজ প্রমুখ।
নোয়াশাল
আরটিভিতে রাত ৯টা ২৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’। রচনা আকাশ রঞ্জন; গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মীর সাব্বির। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ প্রমুখ।
অ্যান্থনি বরডেইন আ ট্রিবিউট
শুক্রবার মারা গেছেন জনপ্রিয় আমেরিকান শেফ, অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটক ও টিভি ব্যক্তিত্ব অ্যান্থনি বরডেইন। সিএনএনের ‘পার্টস আননোন’ ও ‘নো রিজার্ভেশন’ নামের দুটি শো করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁকে স্মরণে এই অনুষ্ঠান। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে, টিএলসিতে।
ডেডলি প্যাথোজেন অ্যান্ড বিগ ফার্মা
প্রতিবছর অপ্রতিরোধ্য ব্যাকটেরিয়াঘটিত অসুখে হাজার হাজার মানুষ মারা যায়। কোনো অ্যান্টিবায়োটিকই এসব ব্যাকটেরিয়াকে মোকাবেলা করতে পারে না। এ নিয়ে উদ্ধিগ্ন বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনীতিবিদরাও। দেখা যাবে সকাল ১১টা ৪৫ মিনিটে, ডয়চে ভেলেতে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...