kalerkantho


প্রয়াত প্রথম বন্ড গার্ল

রংবেরং ডেস্ক   

১১ জুন, ২০১৮ ০০:০০প্রয়াত প্রথম বন্ড গার্ল

লাল পোশাকে তাঁর আবেদনময়ী উপস্থিতি এখনো চোখে লেগে আছে ভক্তদের। সিলভিয়া ট্রেঞ্চ চরিত্র হয়ে গেছে ইতিহাসের অংশ। সেই অভিনেত্রী, প্রথম বন্ড গার্ল ইউনেস গেসন মারা গেছেন। ৮ জুন ৯০ বছর বয়সে তাঁর মৃত্যু হয় বলে তাঁর অফিশিয়াল টুইটার পেজ থেকে জানানো হয়। ১৯৬২ সালে জেমস বন্ড সিরিজের ‘ড. নো’তে বন্ড হিসেবে আত্মপ্রকাশ গেসনের। ছবিতে বন্ডের পরিচয়ও আসে তাঁর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে। সিলভিয়া টেঞ্চরূপী গেসনের প্রশ্নের উত্তরেই ব্রিটিশ গুপ্তচর নিজের পরিচয় দিয়ে বলেন, ‘বন্ড, জেমস বন্ড।’ বন্ডের পরের ছবি ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’-এও ছিলেন গেসন। পর পর দুই বন্ড ছবিতে বন্ড গার্ল হওয়ার রেকর্ড নেই অন্য কোনো অভিনেত্রীর। বন্ড ছবির বাইরে তেমন উল্লেখযোগ্য সিনেমায় দেখা যায়নি গেসনকে। পঞ্চাশের দশকের শেষের দিকে কয়েকটি ভৌতিক ছবি করেছিলেন। পরে তাঁকে অবশ্য টিভিতে নিয়মিতই দেখা গেছে। করেছেন ‘দ্য সেইন্ট’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর মতো টিভি সিরিজ।

১৯২৮ সালে ইংল্যান্ডের সারেতে জন্ম নেওয়া অভিনেত্রীর মেয়েকেও জেমস বন্ডের ছবিতে দেখা গেছে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘গোল্ডেন আই’ ছবির ক্যাসিনোর দৃশ্যে একঝলক উপস্থিতি ছিল তাঁর।

 মন্তব্য