kalerkantho

কান চলচ্চিত্র উৎসব

ঝলমলে সোনম

রংবেরং ডেস্ক   

১৭ মে, ২০১৮ ০০:০০ঝলমলে সোনম

একটি পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কয়েক বছর ধরেই কান চলচ্চিত্র উৎসবে হাজির সোনম কাপুর। এসেছেন এবারও। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো হাঁটলেন লাল গালিচায়। যথারীতি সব আলো কাড়লেন নিজের দিকে। ৮ মে বিয়ের এক সপ্তাহ পরই এবার কানে এসেছেন অভিনেত্রী। হাতে ছিল মেহেদি। তবে সবার আগ্রহ ছিল তাঁর পোশাক নিয়ে। আগের দিন গড়পড়তা পোশাক দেখে যাঁরা হতাশ ছিলেন, দ্বিতীয় দিনে সেটা পুষিয়ে দিলেন। সোনম এদিন পরেছিলেন মার্কিন ডিজাইনার ভেরা ওয়াংয়ের পোশাকে। বাদামি রঙের পোশাকটির ঝুল ছিল হলদেটে, চোখে সোনালি আইশ্যাডো। ‘সলো : আ স্টার ওয়ারস স্টোরি’র প্রিমিয়ারে লাল গালিচায় হাঁটেন ভারতীয় অভিনেত্রী।

 মন্তব্য