kalerkantho

টিভি হাইলাইটস

১৪ মার্চ, ২০১৮ ০০:০০টিভি হাইলাইটস

সন্দেহ ভাইরাস

মিউজিক ক্লাব-এ রিজিয়া পারভীন

বাংলাভিশনের সরাসরি সংগীতানুষ্ঠান  ‘মিউজিক ক্লাব’। আজ গান করবেন রিজিয়া পারভীন। পাশাপাশি কথা বলবেন জীবনের নানা ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। দর্শক ফোন করে শিল্পীর সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবে। দেখা যাবে রাত ১১টা ২৫ মিনিটে।

সন্দেহ ভাইরাস

দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টায় রয়েছে কমেডি ধারাবাহিক ‘সন্দেহ ভাইরাস’। রচনা ও পরিচালনায় আকাশ রঞ্জন। অভিনয়ে আ খ ম হাসান, সাজু খাদেম, তানজিকা আমিন, চিত্রলেখা গুহ, আমিরুল হক, ইশানা প্রমুখ।

অবৈধ টাকায় আলিশান বাড়ি করে গনি। বাড়ির নাম আনন্দমহল হলেও সেখানে আনন্দ নেই। কারণ সবাই একে অন্যকে সন্দেহ করে।

ড্যামিং দ্য নাইল

পৃথিবীর দীর্ঘতম নদ নীলের উৎপত্তি ইথিওপিয়ায়। সুদানের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়ে হাজির হয়েছে মিসরে। ফলে এই তিন দেশের জন্যই এটা বেশ গুরুত্বপূর্ণ। নীল নদের পানির মালিকানা নিয়ে এই তিন দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ নিয়ে প্রামাণ্যচিত্রটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে।

অ্যামেজিং হোটেলস

সারা দুনিয়ার নানা প্রান্তের নানা ধরনের হোটেল নিয়ে অনুষ্ঠান। উপস্থাপক বিভিন্ন হোটেলে ঘুরে সেগুলোর পরিবেশ, আতিথেয়তা সম্পর্কে জানাবেন। চেখে দেখদেন খাবারদাবার। ভ্রমণবিষয়ক অনুষ্ঠানটি দেখা যাবে বিকেল ৪টা ৩০ মিনিটে।মন্তব্য