kalerkantho


‘ফাগুন হাওয়া’য় যশপাল শর্মা

রংবেরং প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০‘ফাগুন হাওয়া’য় যশপাল শর্মা

তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’য় অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা। ১০ মার্চ থেকে খুলনার পাইকগাছায় ছবিটির শুটিং শুরু হয়েছে। ১১ মার্চ শুটিংয়ে অংশ নিয়েছেন ‘লগান’ খ্যাত এই অভিনেতা। ছবিতে একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির  নায়ক সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ইমরোজ তিশা। যশপালের সঙ্গে অভিনয় নিয়ে তিশা বলেন, “আমার অভিনীত ‘ডুব’ ও ‘হালদা’ দেখেছেন তিনি। শুটিং করতে এসে আমাদের আপন করে নিয়েছেন। বাংলাদেশে এসে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন যশপাল শর্মা। শুটিংয়ের অবসরে দেশটা ঘুরে দেখতে চান। কিন্তু নিরাপত্তার কারণে বাইরে বের হতে পারছেন না। খুলনার খুব কাছেই সুন্দরবন। সময় পেলে সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। খুলনায় ২২ মার্চ পর্যন্ত চলবে শুটিং। এরপর ঢাকায় ফিরবে ‘ফাগুন হাওয়া’ টিম। ২৭ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের শুটিং।”

 

 

 মন্তব্য