kalerkantho


ইলিয়ানা হলেন ডি’সুজা

রংবেরং ডেস্ক   

১৪ মার্চ, ২০১৮ ০০:০০ইলিয়ানা হলেন ডি’সুজা

১৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার গুপ্ত পরিচালিত ‘রেইড’। মুক্তির দিন কাছে চলে আসায় ছবির জোর প্রচারণাও চলেছে। ছবির দুই মুখ্য অভিনেতা-অভিনেত্রী বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রচারণার কাজে। এমনই এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অজয় দেবগণ আর ইলিয়ানা ডি’ক্রুজ। টিভি উপস্থাপক সেই অনুষ্ঠান শুরু করার সময় তাঁদের পরিচয় করিয়ে দিতে বলে ওঠেন, ‘আজ উপস্থিত হয়েছেন সুপারস্টার অজয় দেবগণ আর ইলিয়ানা ডি’সুজা।’ দর্শকরা বুঝে গেল উপস্থাপক হয়তো আরেক বলিউড নায়িকা জেনেলিয়া ডি’সুজার বেজায় ভক্ত! আর এ জন্য বোধ হয় ইলিয়ানার ‘ডি’ক্রুজ’ হয়ে গেছে ‘ডি’সুজা’। কী আর করা, সেই দৃশ্য আবার ধারণ করা হলো। এবার কোনো ঝামেলা ছাড়া সেটা সম্পন্ন হয়। তবে বিষয়টা এত সহজে ছেড়ে দিলেন না ‘রুস্তম’ তারকা। শুটিংয়ের এক ফাঁকে সেই উপস্থাপককে এক হাত নিলেন। খানিকটা রাগত স্বরে বলে বসলেন, ‘নিজের কাজটা ভালোভাবে করার চেষ্টা করুন। এ অবস্থায় একজনের নামের সঙ্গে অন্যের নাম গুলিয়ে ফেলাটা সত্যিই বিব্রতকর।’  মন্তব্য